৬ তলা ভবন থেকে লাফ দিয়ে স্কুল ছাত্রীর আত্মহননের চেষ্টা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম

বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৬ তলা ভবন থেকে ঝাপ দিয়েছেন সাথীয়া আলো (১৩) নামে এক শিক্ষার্থী। আহত অবস্থায় শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকাল ৩ টার দিকে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাবু মিয়ার মেয়ে।
তবে কি কারণে ওই শিক্ষার্থী ৬ তলা থেকে ঝাপ দিয়েছেন তা নিয়ে মুখ খুলতে রাজী হননি তার সহপাঠীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথীয়া আলো বিকাল ৩ টার দিকে বিদ্যালয়ের ৬ তলায় উঠেন এবং সেখান থেকে মাটিতে ঝাপ দেন। এসময় তার সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। বিদ্যালয়ের ৬ তলা থেকে লাফ দিয়ে পড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন।
বকশীগঞ্জ থানা পুলিশ ৬ তলা ভবনের শ্রেণি কক্ষের বারান্দা থেকে একটি রক্তমাখা ব্লেড ও রক্তমাখা স্কার্ভ আলামত হিসেবে জব্দ করেছেন।
এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে ফোন দিলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে।
কেকে/ এমএস