মুন্সিগঞ্জের সিরাজদীখানে প্রায় ৩ কেজি গাঁজা ও একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) রাতে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াগাঁও গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার এবং দম্পতিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চিত্রকোট ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মহিউদ্দিন বেপারী (৪৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪০)।
সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ওই দম্পতির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ২ কেজি ৭৫০ গ্রাম শুকনা গাঁজা এবং একটি সবুজ রঙের, ৯ ফুট লম্বা তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে দম্পতিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজাগুলোর মালিকানা স্বীকার করেছেন।
ওই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
কেকে/এআর