খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে শারীরিক এ অবস্থা থেকে সুস্থ হয়ে তিন দিনের বিশ্রামে থাকবেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ইসরায়েলের প্রধানমন্ত্রী রাতে অসুস্থ হয়ে পড়েন। নষ্ট খাবার খাওয়ার ফলে বিষক্রিয়ার শিকার হয়েছেন তিনি।
তার শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ কারণে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে।
তবে নেতানিয়াহুর স্বাস্থ্যের অবস্থা ‘ভালো’ হিসেবে বর্ণনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।’
সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স
কেকে/ এমএস