যশোরের কেশবপুরে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতিখোলা নতুন রাজারে হরি-ঘ্যাঁংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির উদ্যোগে টিআরএম বাস্তবায়নে জনমত যাচাইয়ের জন্য বেতিখোলা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) উপজেলায় পশ্চিম বিলখুকশিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মো. আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরি-ঘ্যাঁরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি পাউবো’র সাবেক সদস্য মহির উদ্দিন বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈদ্যনাথ সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (সাংবাদিক), সহসভাপতি মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুর রহমান, মশিয়ার রহমান, এনায়েত আলী প্রমুখ।
উপস্থিত সকলেই টিআরএম’র পক্ষে মতামত প্রকাশ করে বলেন, জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প আর কোন পথ নেই।
কেকে/এজে