রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
খোলাকাগজ স্পেশাল
আইনশৃঙ্খলার অবনতি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১২:০০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই ও সহিংস অপরাধ। নিজস্ব বাসস্থান, পাড়া-মহল্লার গলিপথ থেকে শুরু করে প্রধান সড়ক কোথাও নেই নিরাপত্তা। আর এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহিংসতায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এ প্রশ্নকে আরো উসকে দিয়েছে। 

এর আগে পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া গতকাল এক ঘণ্টার ব্যবধানের রাজধানীতে ২ খুন এবং বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে গলা কেটে হত্যাসহ বেশ কয়েকটি অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। 

বিশ্লেষকদের ভাষ্য, পুলিশের পেশাদারিত্বের অভাব এবং অভ্যন্তরীণ গাফিলতিই এই পরিস্থিতির মূল কারণ। পুলিশ বাহিনীর একটি অংশ এখনো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানবিরোধী মানসিকতা থেকে বের হতে পারেনি। অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের দলীয়করণ ও পক্ষপাতদুষ্ট নিয়োগ প্রক্রিয়ার ফলে বাহিনীর ভেতর এমন কিছু সদস্য রয়েছেন, যারা রাজনৈতিক আনুগত্যের কারণে দায়িত্ব পালনে নিষ্ক্রিয় ভূমিকা রাখছেন।

তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে ১ হাজার ৯৩১টি। সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম ও ঢাকা মহানগর এলাকায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব পরিসংখ্যানেও খুন, ছিনতাই ও ডাকাতির হার বৃদ্ধির প্রমাণ মিলেছে। তারপরও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএমপির ইউনিট মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই অপরাধের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে।’

অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশের এই দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা বলছেন, ‘পরিসংখ্যান দিয়ে বাস্তবতা আড়াল করা যায় না। খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা যেভাবে সামনে আসছে, তাতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। ফলে বলা যায় ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।’
এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ২ খুন : রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আল-আমিন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এর ঘণ্টাখানেক পর রাত আটটার দিকে আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম নামের আরেকজনকে।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, গুলি করে হত্যা করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের একটি বাসার তিনতলায় ভাড়া থাকতেন তিনি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই : ধানমন্ডি থানার মিরপুর রোডে চালক নুরুল হককে (৬০) মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বৃদ্ধ নুরুল হকের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার আদা কানাই গ্রামে। তিনি রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আসিফ নামে এক যুবক জানান, ধানমন্ডির মিরপুর সড়কে ৬০ বছরের বৃদ্ধ নুরুল হককে মারধর করে তার কাছে থাকা অটো ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোরের দিকে আহত অবস্থায় এক অটোরিকশা চালককে নিয়ে আসা হয়। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা যুবকের কাছ থেকে জানতে পারি তাকে মারধর করে তার সঙ্গে থাকা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বগুড়ায় দুই নারী খুন : বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুলছাত্রী। গত বুধবার রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত স্কুলছাত্রী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। থানা পুলিশের মতে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করতেন তিনি।

পুলিশ আরো জানায়, এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয় এলাকায়। এরই জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দাদি লাইলী বেওয়া ও চাচি হাবিবা ইয়াসমিনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   অবনতি   নিরাপত্তা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close