ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে পক্ষব্যাপী উদযাপন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শহিদ শাকিল হোসেন ও ইইই বিভাগের ছাত্র শহিদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারতের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হবে। চলবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।
আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ সাজানো হয়েছে রং-বেরঙের ব্যানার ফেস্টুনে। এ আয়োজনে জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহিদের কবর জিয়ারত ছাড়াও থাকছে ২১ জুলাই শহিদ শাকিল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রছাত্রীদের নিয়ে স্মরণ সভা। ২৩ জুলাই কম্পিউটার প্রোগ্রামভিত্তিক অনুষ্ঠান ডিজিটাল হ্যাকাথন। ২৬ জুলাই ছাত্রছাত্রীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ কার্যক্রম ও জুলাই বিপ্লবে নারীদের অবদান শীর্ষক সেমিনার। ২৭ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি, পোস্টার তৈরি প্রতিযোগিতা এবং জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর স্লাইড শো উপস্থাপন। ২৮ জুলাই বিতর্ক প্রতিযোগিতা। ২৯ জুলাই রক্তদান কর্মসূচি ও জুলাই বিপ্লবের ওপর রচনা প্রতিযোগিতা। ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিপ্লব স্মরণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৩ ও ৪ আগস্ট ছাত্রছাত্রীদের জন্য পৃথক ইন্ডোর গেমস প্রতিযোগিতা।
সবশেষ ৫ আগস্ট বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে পক্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানের সপাপ্তি হবে।
এছাড়া এদিন শহিদ শাকিল হোসেনের নামে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “শহীদ শাকিল চত্বর” ও শহিদ আহনাফ আবির আশরাফুল্লার নামে “শহীদ আহনাফ লাইব্রেরি” এর নামফলক উন্মোচন করা হবে।
পক্ষকালব্যাপী এ অনুষ্ঠান উদযাপনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে আহ্বায়ক ও ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিনকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।
কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই ক্লাব, মোরালিটি অ্যান্ড ইথিক্স ক্লাব, স্যোশাল ওয়েলফেয়ার ক্লাব ইইই ক্লাব, ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, ইংলিশ ক্লাব ও ছাত্র বিষয়ক বিভাগ পক্ষব্যাপী এ অনুষ্ঠান উদযাপনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
কেকে/এজে