মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে চাঁদাবাজির অভিযোগে মাসুদ মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাসুদ মিয়া মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা এবং আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে চাঁদাবাজির অর্থ জব্দ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আটক মাসুদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেকে/এএস