২১ বছর পলাতক থাকার পর
গাজীপুর থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
তুষার ইমরান, লালপুর (নাটোর)
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:১৪ পিএম

ছবি : প্রতিনিধি
নাটোরের লালপুর থানা পুলিশ ২১ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে গাজীপুর মহানগর পুলিশের সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) তাকে জেলহাজতে পাঠনো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. শাহানুর ওরফে শাহিন (৪৬)। তিনি নাটোরের লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. ফয়েজ উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেফতার শাহানুরের বিরুদ্ধে ২০০৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন এবং পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি বিশেষ টিম গাজীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কেকে/এএস