বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যেগে বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা, ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) সেমিনারে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. মাহবুবুর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য প্রশাসন (যুগ্ম সচিব) মো. আমিনুল হক, সদস্য পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী মো. শামসুল আলম, সদস্য উৎপাদন প্রকৌশলী মো. জহুরুল ইসলাম এবং সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স ও সদস্য বিতরণ প্রকৌশলী আ.ন.ম. ওবায়দুল্লাহ।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শাহেদুল আজিম (সজল), সাধারণ সম্পাদক, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, বিউবো উইং।
অনুষ্ঠানে বিউবোতে কর্মরত প্রকৌশলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেকে/এআর