কুমিল্লায় পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মামুনুর রশীদ মজুমদার, খন্দকার জিহাদুল আমিন, পরিমলেন্দু দাসসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জোনের সভাপতি মো. নাছির উদ্দিন।
বক্তব্যে নেতারা জানান, ২০১৭ সালের পর থেকে ভ্যাট, শ্রমিকের বেতন ও পরিবহন খরচ বহু গুণ বেড়ে গেলেও মিনি ঠিকাদারদের রেট সিডিউল অপরিবর্তিত রয়েছে। অথচ সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মিনি ঠিকাদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মানববন্ধন শেষে সমিতির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে পুরাতন রেট বাতিল করে ৮০ শতাংশ বৃদ্ধি করে নতুন, বাস্তবসম্মত রেট নির্ধারণের দাবি জানানো হয়।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে তারা দরপত্র বর্জনসহ লাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম স্থগিত করার কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
সরকারের প্রতি তাদের আহ্বান—ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করে, পরিবার-পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপনের পথ খুলে দেওয়া হোক।
কেকে/এজে