মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওয়াহিদ শেখ (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার পুলিশ।
শনিবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
তার বাড়ি বেতকা গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বেতকা গ্রামের পাঁকা রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম।
এ সময় ওই যুবকের শরীর তল্লাসি করে ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কেকে/এএস