মানিকগঞ্জের শিবালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন তানহা নামের এক শিক্ষার্থী।
শনিবার (১২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানহা। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ না পেয়ে ৪.৯৪ পেয়েছিল।
আত্মহননকারী শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার বাসিন্দা এবং নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, তানহা তার পাঁচজন ঘনিষ্ঠ সহপাঠীর সঙ্গে নিয়মিত মিশত। সবাই জিপিএ-৫ পেলেও সে মাত্র ০.০৬ নম্বরের ব্যবধানে এ প্লাস থেকে বঞ্চিত হয়। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়ে সে।
তিনি আরো বলেন, তানহা অত্যন্ত মেধাবী ও ভদ্র ছিল। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা যাচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
কেকে/ এমএস