সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর বিওপি'র সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র গুলি ও ফেন্সিডিল জব্দ করেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবি'র ব্যাটালিয়ন সদরে জমাকরণের পাশাপাশি দামুড়হুদা থানায় একটি মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এইচএস