পোশাক শিল্পে সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখা এবং জনদুর্ভোগ এড়াতে শ্রমিক সংগঠনগুলোকে আইন-বহির্ভূত কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। পোশাকখাতের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশা ও পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।
বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হয়, তুচ্ছ কারণে রাস্তা অবরোধ, কারখানা ভাঙচুর বা বিশৃঙ্খলার মতো কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে শ্রমিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বিজিএমইএ।
শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পের অগ্রগতির স্বার্থেও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা জরুরি। তারা বলেন, শ্রমিকদের সমস্যা আলোচনার মাধ্যমে কারখানার অভ্যন্তরেই সমাধান হওয়া উচিত। একইসঙ্গে তারা গাজীপুর, আশুলিয়া, সাভার, মিরপুর ও নারায়ণগঞ্জে বিজিএমইএ’র আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।
সভায় শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, গার্মেন্টস অধ্যুষিত অঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল স্থাপন করতে জমি বরাদ্দ চেয়ে ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। জমি পাওয়া মাত্রই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।
এছাড়া শ্রমিকদের জন্য ফুড রেশনিং ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথাও জানান বিজিএমইএ সভাপতি। এ বিষয়ে শ্রমিক ফেডারেশনগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে অনুরোধ করা হলে নেতারা ইতিবাচক সাড়া দেন। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য শ্রমিকদের একটি হালনাগাদ ডাটাবেস তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশ নেন মন্টু ঘোষ (সভাপতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র), তাসলিমা আক্তার (সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি), মো. ফরিদুল ইসলাম (সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি), মো. মিজানুর রহমান অপু (সহ-সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক দল), অরবিন্দু বেপারী বিন্দু (সভাপতি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন), ডা. সামছুল আলম (সভাপতি, গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশন), মো. ইব্রাহিম (সভাপতি, স্বদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন), মো. শহিদুল ইসলাম সিকদার বাবুল (সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট), মো. মিজান হাওলাদার (সভাপতি, সততা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন), মো. রুহুল আমিন হাওলাদার (সাধারণ সম্পাদক, বিজিএসএসএফ), মো. নজরুল ইসলাম (সভাপতি, সততা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন), ফয়সাল ইবনে কবির (সাধারণ সম্পাদক, মেহনতি গার্মেন্টস এন্ড টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশন), সাদেকুর রহমান শামীম (সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র), শিরিন আক্তার (সভাপতি, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন), রাবেয়া সুলতানা রানী (সভাপতি, বাংলাদেশ সংগ্রামী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন) ও মো. হারুন অর রশিদ (সভাপতি, গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ)।
সভা শেষে উভয় পক্ষ পোশাক শিল্পে শান্তিপূর্ণ সহাবস্থান ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পোশাক শিল্পে সুষ্ঠু আইন-শৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিজিএমইএ ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে আসছে।
কেকে/এজে