রাজবাড়ীতে আইনবিষয়ক প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।
বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে জেলা বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রাজ্জাক (২), জেলা বারের সিনিয়র আইনজীবী স্বপন কুমার সোম, লিয়াকত আলী বাবু, কামরুল আলম, নুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গত ১ জুলাই আইনগত সহায়তা প্রদান আইনবিষয়ক প্রকাশিত গেজেটকে কালো আইন আখ্যা দিয়ে বলেন, আইন পাস করবে পার্লামেন্টে জনগণের নির্বাচিত সরকার, এতে ইউনূস সরকারের কোনো দায় দায়িত্ব আসে না।
কিন্তু ইউনূস সরকার আইনগত সহায়তা প্রদান আইন পাস করে গেজেট প্রকাশ করেছে। এ আইনে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। ফলে দ্রুত সরকারকে এ গেজেট বাতিল করতে হবে এবং গেজেট বাতিল হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
কেকে/এএস