দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির মাহমুদ শুভকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতা শুভ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, শুভ স্থাপত্য বিভাগের স্পেশাল রিপিট পরীক্ষায় অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, একজন হামলাকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম নেই। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ব্যবস্থ গ্রহণ করবে। আমরা তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি।
এ বিষয়ে দিনাজপুর কতোয়ালী থানার উপপুলিশ পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
পুলিশে সোপর্দ করার সময় ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। তারা বলেন, “একশন টুক একশন, ডাইরেক্ট একশন; হামলাকারীর বিরুদ্ধে, ডাইরেক্ট একশন।”
কেকে/এজে