ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ১
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া মোড়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর রহমান প্রান্ত নামে এক এইচএসসি শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রান্ত ছলিমপুর ডিগ্রি কলেজের ছাত্র।
সে মোটরসাইকেল চালাচ্ছিল। অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়লে সড়কের পাশে একটি খুঁটিতে মাথায় আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
কেকে/এএস