নাটোরের সিংড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ৩০ জন কৃষকের মাঝে ৪ মণ করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিআইপি ও এমপি সার, ৫ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, ১০ জন সবজি চাষির মাঝে শীতকালীন ৫ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে এসব বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
কেকে/এএস