বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত সুবহানের পুত্র শহিদুলকে (৩৬) প্রতিবেশীরা মারধর করে গুরুতর আহত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) এ ব্যাপারে আহত শহিদুলের পক্ষে স্বজনরা স্থানীয় সাংবাদিকদের এ সম্পর্কে বিস্তারিত জানান।
অভিযোগে জানা যায়, অভিযোগকারী শহিদুলের প্রতিবেশী ইয়াকুবের পুত্র সুমন, আব্দুল কাদেরের পুত্র নজরুল ও তার স্ত্রী আকলিমা এবং মোজাম্মেল হকের পুত্র শাহিন ও তাদের সহযোগীরা গত ৩ জুলাই অভিযোগকারী শহিদলের ওপর হামলা করে তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে মারধর করলে শহিদুলকে প্রথমে আটঘরিয়া হাসপাতালে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগকারীর অভিযোগ, অভিযুক্তরা মাদকসেবী ও দাঙ্গাবাজ এবং কিশোরগ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ ব্যাপারে অভিযুক্তদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান সরকার বলেন, এ বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএস