সাটুরিয়া উপজেলার তিল্লিরচর এলাকায় রাজিয়া বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজিয়া বেগম (২১) তিল্লি ইউনিয়নের তিল্লিরচর এলাকার আব্দুল মালেকের কন্যা।
মঙ্গলবার (১ জুলাই) সকালে কোনো একসময় গৃহবধূ তার নিজ টিনশেড ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশদের খবর দেয়।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত
করেছেন। স্থানীয়রা জানায়, রাজিয়া বেগমের সঙ্গে তার স্বামী মো. সুমন মিয়া
(২২) এর সঙ্গে প্রায় সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হতো।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, খবর শুনে ফোর্স পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কেকে/এএস