মৌলভীবাজারে ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার ভাদগাঁও এলাকার বাসিন্দা আব্দুল
ওয়াজিদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে উমায়রার বিরুদ্ধে
মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা
হয়।
অভিযুক্ত উমায়রা ইসলাম শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং স্থানীয় একজন পরিচিত আইনজীবী।
অভিযোগে বলা হয়েছে, তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে ইসলাম ধর্ম ও আলেম-উলামাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর পোস্ট করে আসছিলেন। গত শনিবার তিনি মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.), হজরত উমর (রা.) এবং হজরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
এ ঘটনায় মৌলভীবাজারের বিভিন্ন ধর্মীয় সংগঠন, আলেম সমাজ এবং সাধারণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত নারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মাঠে নামেন। এ পরিস্থিতিতে পুলিশ অভিযুক্ত উমায়রাকে শনিবার রাত ৮টার দিকে তার বাসা থেকে আটক করে এবং থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান জানান, অভিযোগ যাচাই-বাছাই করে মামলার প্রেক্ষিতে আসামিকে সাইবার সুরক্ষা আইনের ১৮(২)(খ) ও ২৬(২)(১) ধারায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে। ধর্মীয় সংগঠন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ রোববার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভে অংশ নেয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ, যারা উমায়রার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেকে/ এমএস