নোয়াখালী হাতিয়ায় স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী নাছির উদ্দিনের। এতে আরো দুজন আহত হন।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার চৌমুহনী-চরচেঙ্গা বাজার প্রধান সড়কে কাজির বাজারে পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন (৪৮) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে। তিনি ৫ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত একটি অটোরিকশা করে ওছখালী থেকে চরচেঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশার যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির উদ্দিনের বড় ছেলে চট্টগ্রামে ব্রাকে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এমরান হোসেন বলেন, আমার মা আইবিএস রোগী। ওনার জন্য কুরিয়ারে ওষুধ পাঠিয়েছি। আজ সেই ওষুধ আনতে আব্বু উপজেলা সদর ওছখালী গিয়েছেন। ওষুধ রিসিভ করে আমাকে বললেন বাড়িতে গিয়ে কল দেবেন। কিন্তু বাবার সঙ্গে আর কথা বলতে পারলাম না। ফেরার পথে রাস্তায় টমটমের সঙ্গে ধাক্কায় বাবার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অদক্ষ ড্রাইভার, লক্কড়ঝক্কড় গাড়ি, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর নজরদারির ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম