শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       
দেশজুড়ে
স্ত্রীর ওষুধ আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৪:১৩ পিএম

নোয়াখালী হাতিয়ায় স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী নাছির উদ্দিনের। এতে আরো দুজন আহত হন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার চৌমুহনী-চরচেঙ্গা বাজার প্রধান সড়কে কাজির বাজারে পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৪৮) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে। তিনি ৫ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত একটি অটোরিকশা করে ওছখালী থেকে চরচেঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশার যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির উদ্দিনের বড় ছেলে চট্টগ্রামে ব্রাকে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত এমরান হোসেন বলেন, আমার মা আইবিএস রোগী। ওনার জন্য কুরিয়ারে ওষুধ পাঠিয়েছি। আজ সেই ওষুধ আনতে আব্বু উপজেলা সদর ওছখালী গিয়েছেন। ওষুধ রিসিভ করে আমাকে বললেন বাড়িতে গিয়ে কল দেবেন। কিন্তু বাবার সঙ্গে আর কথা বলতে পারলাম না। ফেরার পথে রাস্তায় টমটমের সঙ্গে ধাক্কায় বাবার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অদক্ষ ড্রাইভার, লক্কড়ঝক্কড় গাড়ি, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও  ট্র্যাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর নজরদারির ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এবার ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে
সাভার প্রেস ক্লাবের সভাপতিকে অপহরণের চেষ্টা, সন্ত্রাসী সাব্বির গ্রেফতার
সবজির দাম গরিবের নাগালের বাইরে, ডিমের ডজন ১৫৫
নেতানিয়াহু গাজা শহর দখলের অনুমোদন দেবেন
ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close