ফরম পূরণের টাকা দেওয়ার পরও ফরম পূরণ না হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল এইচএসসি পরীক্ষার্থী মোশাররফ হোসেনের। বিষয়টি নিয়ে খোলা কাগজ অনলাইনে সংবাদ প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টায় রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের মোশাররফ হোসেন ও তার অভিভাবকের হাতে পরীক্ষার এডমিট কার্ড তুলে দেন। এসময় কলেজের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এডমিট কার্ড হাতে পেয়ে আনন্দে আপ্লুত মোশাররফ খোলা কাগজ-কে বলেন, ‘সাংবাদিকদের সহযোগিতা ও স্যারদের আন্তরিক প্রচেষ্টায় আমি আমার পরীক্ষার এডমিট কার্ড হাতে পেয়েছি। আমি সত্যিই খুব আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। আগামী ২৬ জুন আমার পরীক্ষা-সবাই আমার জন্য দোয়া করবেন।’
মোশাররফের অভিভাবকপক্ষ ও চর রাজীবপুর আলীম মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোখলেছুর রহমান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের ত্রুটির কারণে মোশাররফের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু সাংবাদিকদের ভূমিকা এবং অধ্যক্ষ সাহেবের প্রচেষ্টায় সে এখন পরীক্ষায় অংশ নিতে পারছে। আমরা কৃতজ্ঞ।’
এ বিষয়ে রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের খোলা কাগজ-কে বলেন, ‘ভুলক্রমে মোশাররফের ফরম পূরণ হয়নি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তার ফরম পূরণ সম্পন্ন করি। আজ আমরা তার হাতে এডমিট কার্ড হস্তান্তর করেছি। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’
সম্প্রতি চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শুরু করে রাজীবপুর সরকারি কলেজ। নির্ধারিত ফি ছিল ২,৩৬৫ টাকা। মোশাররফ নির্ধারিত সময়ের মধ্যেই টাকা জমা দিলেও তার ফরম পূরণ হয়নি। সংবাদ প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে ফরম পূরণ সম্পন্ন করে এবং আজ তার হাতে এডমিট কার্ড তুলে দেয়।
কেকে/ এমএস