দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ কর্মসূচি পালন করে চবি বিপ্লবী ছাত্র সমাজের নেতারা।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় চবির শহিদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোও সমর্থন জানিয়েছে।
এ সময় দ্রুত নির্বাচন না হলে মানববন্ধন থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। এছাড়াও, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চর্চা ছাত্র সংসদের ভিত্তিতে হওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ছাত্রনেতারা।
বিপ্লবী ছাত্রনেতা তাহসান হাবীব বলেন, আজ থেকেই শুরু হলো এই যাত্রা। যতদিন পর্যন্ত চাকসুর রোডম্যাপ, ইশতেহার, ও নির্বাচন কমিশন গঠন না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে। জুলাইয়ের সিস্টেমেই আমরা আগাবো। আমরা সফলতাও বের করে নিয়ে আসবো। ইনশাল্লাহ।
আরেক বিপ্লবী ছাত্রনেতা বলেন, চাকসু চবির সব শিক্ষার্থীদের অধিকার, সব শিক্ষার্থীদের চাওয়া ও পাওয়া। তাই সব শিক্ষার্থীদের কাছে আহ্বান থাকবে, আপনার নিজেদের অধিকার আদায়ের জন্য নেমে আসুন। ছাত্রসংসদ বাস্তবায়ন করুন।
কেকে/এএস