যুক্তরাষ্ট্রের হামলার পর আরো ভয়ংকর হয়ে উঠেছে ইসরায়েল। ইরানের পূর্ব-পশ্চিম ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত বিমানের মাধ্যমে ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতির মাধ্যমে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
ওই বিবৃতিতে তারা জানিয়েছে, হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান।
এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ ১ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আরো জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেইসঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।
কেকে/এআর