রাজবাড়ীর পাংশায় দেশীয় তৈরি একটি পাইপগানসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ জুন) রাত ৩টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামের মহিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মহিদুল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামের মৃত যতন আলী মন্ডল'র ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মো. ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ৩টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে মহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে মহিদুল ইসলাম তার নিজ মালিকানাধীন রান্না ঘরের ভিতরে জ্বালানী (গবরের তৈরী মুঠিয়া) এর স্তুপের মধ্যে একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান বের করে দেয়। এবং পুলিশ সেটাকে জব্দ করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর