যশোরের কেশবপুরে সমাধান সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে মজিদপুর ইউনিয়নের শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনিজনদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানর জন্য দৈনিক খোলা কাগজের কেশবপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (২১ জুন) শনিবার দিন ব্যাপী শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আলা উদ্দিন মোড়ল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. মনজু মনোয়ারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ সামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ডা. রায়হান আহম্মেদ শুভ, রফিকুল ইসলাম বান্টু। উপস্থিত ছিলেন আমিনুর রহমান, ইমরান হোসেন, ও তারেক আল কদর। বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৫ জন গুনিজনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানর জন্য দৈনিক খোলা কাগজ ও প্রজন্ম একাত্তর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কেকে/এআর