গাজীপুরের কাপাসিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন বিএনপির হাতে মানুষ হত্যার ইতিহাস নেই।
শনিবার (২১ জুন) বিকালে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুন শিকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।
সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কৃষক দলের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও এলাকায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে বলে উপজেলা কৃষক দলের আহবায়ক মজিবুর রহমান খান টিক্কা এ তথ্য নিশ্চিত করেন।
কেকে/ এমএস