শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      
খোলাকাগজ স্পেশাল
ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৯:২২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দক্ষিণ ইসরায়েলের বিরসেবা, উত্তর ইসরায়েলের হাইফা এবং মধ্য ইসরায়েলের  জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। অন্যদিকে তেহরানসহ ইরানের কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

আবার গতকাল জুমার নামাজের পর তেহরানসহ বড় শহরগুলোর লাখো ইরানি বিক্ষোভ করেছে ইসরায়েলের হামলার বিরুদ্ধে। এমন টান টান উত্তেজনার মাঝে গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে সমঝোতা বৈঠক করেছে ইরান। আর ইরান-ইসরায়েল সংঘাতের এক সপ্তাহ পর হিসাব মিলিয়ে দেখা যায়, ইরান আচমকা ইসরায়েলি হামলার ধাক্কা কাটিয়ে দ্রুত প্রত্যাঘাতে থেঁতলে দিচ্ছে অস্ত্র-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকা ইসরায়েলকে। 

ইসরায়েলের উত্তর-দক্ষিণ ও কেন্দ্রস্থলে ইরানের হামলা : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। এ ছাড়া ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইসরায়েলের গাভ-ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার সকালে কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে ইরান হামলা চালায়। ইসরায়েলের বিরসেবা শহরে হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এক বিবৃতিতে বিরসেবা পৌর কর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে।

ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। 

ইসরায়েলের হামলায় সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত:

ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল তেহরান ছাড়াও কয়েকটি এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, তাদের হামলায় একজন বিজ্ঞানী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কমান্ডার নিহত হয়েছে। এ ছাড়া তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র পুরো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। অন্যদিকে ইরান জানিয়েছে, ইসরায়েল তাদের আরেকটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। 

ইরানের বড় শহরগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: ইসরায়েলের বিমান হামলায় নিহতদের স্মরণে গতকাল তেহরানসহ বড় শহরগুলোতে লাখো ইরানি। তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে স্লোগান দেয়, কেউবা আয়াতুল্লাহ খামেনির ছবি উঁচিয়ে ধরে। তেহরান ছেড়ে সব মানুষ পালিয়ে যাচ্ছে বলে কয়েকদিন প্রচার হলেও গতকাল জুমার নামাজের পর মানুষের ঢল নামে। একই দৃশ্য ছিল ইস্পাহান, সিরাজ, মাশাব এবং কোওমসহ অন্যান্য শহরেও। তেহরান টাইমসের ভিডিওতে দেখা যায়, ইস্পাহানে বিমান হামলায় নিহত একজনের জানাজায় শরিক হন হাজার হাজার মানুষ। নিহত ওই ব্যক্তির মরদেহ ইরানের জাতীয় পতাকা এবং নিহত ব্যক্তির ছবিতে সজ্জিত ছিল। মরদেহের পেছনে নারী ও শিশুরা স্লোগান দিচ্ছিল, ইসরায়েল নিপাত যাক। তেহরানের দক্ষিণের পবিত্র নগরী কোওম এবং পশ্চিমের কারাজেও একই দৃশ্য দেখা গেছে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে গ্রেফতার
ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
সাদুল্লাপুরে কাঁচামরিচসহ সবজির অগ্নিমূল্য, ক্রেতাদের হাঁসফাঁস
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত
এবার ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
রাবির বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ২৩ আগস্ট
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close