বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
প্রিয় ক্যাম্পাস
পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ব্যর্থ হয়ে আত্মহত্যার পদক্ষেপ চবি শিক্ষার্থীর
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ না পাওয়ায় আত্মহত্যার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিএতে অধ্যায়রত আছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাঁচতলা থেকে আত্মহত্যার চেষ্টা করেন এই শিক্ষার্থী।

জানা যায়, ফাইন্যান্স বিভাগের স্নাতক ফাইনাল পরীক্ষায় ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই একটা কোর্সে অকৃতকার্য হন। তবে ঐ শিক্ষার্থীর দাবি, তিনি নির্দিষ্ট কোর্সটিতে ভালোভাবে পরীক্ষা দিলেও তিনি অনুত্তীর্ণ হন। এই কোর্সে ফেল করার মতো পরীক্ষা তিনি দেননি।

নির্দিষ্ট ঐ কোর্সে ফেইল করার খবর জানতে পেরে তিনি তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য বিভাগের সভাপতি, পরীক্ষা কমিটি ও সংশ্লিষ্টদের কাছে ছুটাছুটি করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ব্যাপক দৌড়ঝাঁপ করেন।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ জুন) এই শিক্ষার্থী প্রশাসন থেকে খাতা পুনঃনিরীক্ষণের আশ্বাস না পেয়ে  প্রশাসনিক ভবনের ৫ম তলার রেলিং থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় ৫ম তলার এক কর্মচারী তাকে টেনে নামান।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক সেই শিক্ষার্থী বলেন, বিগত কোনো কোর্সে ফেল করিনি আমি। থিওরির একটা কোর্সে কে ফেল করে? আমি ফেল করিনি আমার পরীক্ষার খাতা অন্য কোনো শিক্ষক দিয়ে দেখানো হোক যদি আমি ফেল করি আমি চলে যাব। আমার একটা নাম্বার দরকার এক নাম্বার দেবে না। এ কোর্সে মাত্র ৬টা ক্লাস নেওয়া হয়েছে বলে দাবি করেন এ শিক্ষার্থী।

তিনি আরো বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাথে পরীক্ষা দিলেও ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমি। আমার জীবনের ৮ বছর চলে গেল শুধু অনার্সেই। আমি আর নিতে পারছি না। ১৭ বছরে সরকার নামেনি মানুষ মারা না যাওয়া পর্যন্ত, এ বিশ্ববিদ্যালয়ের রেগুলেশনও পরিবর্তন হবে না একজন ছাত্র মারা না গেলে।  

এ বিষয়ে কোর্স শিক্ষক ড. মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, আমরা কষ্ট করে শিক্ষার্থীদের পড়াই তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য। একজন শিক্ষার্থী যদি ফেল করে তাকে পাশ করিয়ে দেওয়ার গ্যারান্টি তো আসলে আমাদের হাতে নেই। আমরা ২০ নম্বর ইন্টারনাল ইভালুয়েশনে দিই সেখানে সে ভালো মার্কসই পেয়েছে। আমরা পরীক্ষার খাতার সব কাজ কোডিংয়ের মাধ্যমে করে থাকি সেখানে ২ জন শিক্ষকের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়।

৬টি ক্লাস নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা একদম সত্যি না। আমি দীর্ঘদিন অসুস্থ থাকায় ২ মাস ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলাম তবুও আমি অনেকগুলো ক্লাস নিয়েছি তাদের।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইনের মধ্য দিয়ে যতটুকু করা যায় আমরা সেটা আন্তরিকতার মধ্য দিয়ে দেখার চেষ্টা করব।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close