যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি সহায়তা চাওয়াকে ইসরায়েলের ‘চরম দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে খামেনি বলেন, জায়নিস্ট শাসনের মার্কিন মিত্ররা এখন প্রকাশ্যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে। এটি ইসরায়েলি শাসনের অক্ষমতা ও বিপর্যস্ত অবস্থার প্রমাণ।
নিজ জাতির উদ্দেশে খামেনি বলেন, আমি আমাদের প্রিয় জাতিকে একটি বার্তা দিতে চাই—যদি শত্রুরা বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা কখনো আপনাকে ছাড়বে না। আজ পর্যন্ত আপনারা যেভাবে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করেছেন, সেভাবেই আরও বলীয়ান হয়ে সামনে এগিয়ে যান।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতাকে ‘নির্মূল’ করাই এখন তাদের যুদ্ধের লক্ষ্য।
কাৎজ বলেন, খামেনির মতো মানুষ সব সময় এজেন্টদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছে। যে ব্যক্তি আমাদের ওপর সরাসরি হামলার নির্দেশ দেয়, সে যেন বেঁচে না থাকে, এটাই হওয়া উচিত। খামেনিকে থামানো ও শেষ করা এখন আমাদের সামরিক অভিযানের অংশ।
ইসরায়েলি নেতারা ইরানের বিরুদ্ধে শুরু থেকেই ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছেন।
ইরানে হামলা শুরুর পর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।
কেকে/এএম