ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।
বুধবার (১৮ জুন) সামাজিকমাধ্যমে বার্নি স্যান্ডার্সের একটি পোস্ট থেকে জানা গেছে এসব তথ্য। খবর আল জাজিরার।
নিজের ওই বার্তায় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স লেখেন, ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রকে তা থেকে দূরে থাকতে হবে।
তিনি আরো লিখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি নির্ধারণ করবেন না। ইসরায়েলের জনগণ যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটি তাদের ব্যাপার—তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।
এর আগে, মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইন যুদ্ধের বিপক্ষে পৃথক প্রচেষ্টা শুরু করেন। ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা সীমিত করতে চান তারা।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন সদস্যের দ্বারা একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার (১৭ জুন) এক্স-এ পোস্ট করে নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানান, একটি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রবর্তন সমর্থন করবেন তিনি। একইসঙ্গে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিষিদ্ধ করতেও উদ্যোগ নেবেন তিনি।
থমাস লেখেন, এটি আমাদের যুদ্ধ নয়। কিন্তু তেমনটা হলে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
কেকে/এআর