রাজবাড়ীর কালুখালীতে গরুবাহি একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে রতন শেখ (৪৫) এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার ( ১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ
হাট মোড় ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপলান গ্রামের শাহ আলম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে একটি গরু নিয়ে নসিমন যোগে কুষ্টিয়া যাচ্ছিল রতন শেখ। বৃষ্টির মধ্যে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ের ব্রীজের উপর পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায় নসিমনসহ তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমনটি উদ্ধার করাসহ এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এআর