ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে আবারও মুখ খুললেন উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া বলে ইসরায়েলের এ ধরনের আচরণকে ইরানের সার্বভৌমত্বের অবৈধ লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।
বুধবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানিয়ে এসব কথা বলেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে।
বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির সাক্ষী হচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বিনষ্টকারী প্রধান অপরাধী।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালায়। এতে সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ইরানের অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা টানা ষষ্ঠ দিন ধরে চলছে।
কেকে/এআর