রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
গাজীপুরে বৃক্ষরোপণ কার্যক্রমে বন কর্মকর্তার ওপর হামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় সরকারি সংরক্ষিত বনভূমিতে বৃক্ষরোপণ কার্যক্রম চলাকালে বন কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার পিরুজালী পাতিলবান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বন কর্মকর্তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা বনবিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা বিটের অধীনে ওই এলাকায় সরকারি নির্দেশনায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছিল। হামলায় রাথুরা বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেনে গুরুতর আহত হন। এ ঘটনায় পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেন জানান, তিনি তার সহকর্মী বাগান মালী মো. আলী হোসেন ও ফ্রিম্যান মো. সাইফুল ইসলামকে নিয়ে নির্ধারিত বনভূমিতে গাছ রোপণ করছিলেন। এ সময় পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মো. ইব্রাহিম (৪০), তার ছেলে মো. রাতুল (২০) ও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে ও সরকারি কাজে বাধা দেয়। এরপর ইব্রাহিম হত্যার হুমকি দেয় এবং তার ছেলে রাতুল লোহার রড দিয়ে বিট কর্মকর্তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। এছাড়াও তারা এলোপাতাড়ি মারধর করায় বিট কর্মকর্তাসহ তার সহযোগী অন্যান্যরাও আহত হয়।

পরে সহকর্মীদের সহায়তায় বিট কর্মকর্তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী বিট কর্মকর্তা আরো জানান, অভিযুক্ত মো. ইব্রাহিম শুধু বন মামলারই নয়, একটি হত্যা মামলারও আসামি। দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে ওই এলাকায় বনভূমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। বনবিভাগের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করাই ছিল হামলার উদ্দেশ্য।

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

কেকে/এএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close