নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার তৈরি পোশাক মার্কেট হাকিম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে মুষলধারায় বৃষ্টি থাকায় আগুন ছড়িয়ে যেতে পারেনি।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ছয়তলাবিশিষ্ট মার্কেটটির তৃতীয়তলার মেসার্স ইফাত মিনি গার্মেন্টস প্রতিষ্ঠানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় অনেকেই দোকান থেকে মালামাল সরিয়ে নিতে চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
আগুনে মিনি গার্মেন্টস মালামাল যেমন সুতা, ফেব্রিক্স, রেডিমেড তৈরি পোশাক সালোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়ারিং মিটার, বৈদ্যুতিক লাইনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
কেকে/এএস