যুব ও নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ক সংলাপ ও অংশীদারিত্বকে উৎসাহিত করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ফিউচার নেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এফপিএবির জাতীয় কার্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, এনডিসি এবং ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন এফপিএবির সাবেক মহাপরিচালক ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালিদা হানুম আক্তার।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সেমিনারটি সঞ্চালনা করেন এফপিএবির প্রোগ্রাম অফিসার মো. কামরুজ্জামান উজ্জ্বল।
জাতীয় ও আন্তর্জাতিক ১০টি সংস্থার প্রতিনিধি, তারার মেলার অংশী প্রতিষ্ঠানগুলোর যুব সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এফপিএবির কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভাপতির বক্তব্যে মসয়ূদ মান্নান বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে যুব সমাজকে উদ্ভাবনী নেতৃত্বে উৎসাহিত করা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় ‘ফিউচার নেশন’ প্রকল্পের বার্তা তুলে ধরেন ইউএনডিপির কমিউনিকেশন লিড শাকিলা আক্তার। এসআরএইচ (যৌন ও প্রজনন স্বাস্থ্য) বিষয়ক উপস্থাপনা দেন বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম।
আলোচনায় বক্তারা বলেন, যুব নেতৃত্বে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে উদ্ভাবন ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। তারা এই উদ্যোগকে আরো সম্প্রসারণের আহ্বান জানান।
প্রধান অতিথি ড. আবরার তার বক্তব্যে বলেন, সামাজিক অগ্রগতিতে যুব ও নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। এ ধরনের কর্মসূচি তরুণদের বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করে।
সেমিনারের সংবাদ সঠিকভাবে প্রচারের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে বার্তাটি পৌঁছে দিতে গণমাধ্যমকে আহ্বান জানানো হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মসয়ূদ মান্নান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ গড়ার পথে যুবসমাজের অংশগ্রহণ আরো কার্যকর করতে হবে।
কেকে/এএম