লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-এর অধীনস্থ ঝালংগী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৭ দিয়ে ১৬৯ বিএসএফের দোড়াডাবরি ক্যাম্পের সদস্যের সহায়তায় ৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে।
বৃহস্পতিবার (১২ জুন) লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।
আনুমানিক ১ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক এলাকায় স্থানীয় জনগণ তাদের আটক করে ৬১ বিজিবির ঝালঙ্গি ক্যাম্পের নিকট হস্তান্তর করেন।
আটককৃত ব্যক্তি হলেন আনারুল ইসলাম (৪২), পিতা. মৃত বজলার রহমান, রোজিনা খাতুন (৩৬), স্বামী মো. আনারুল ইসলাম, আব্দুর রশিদ (২২), পিতা. মো. আনারুল ইসলাম, আরফিনা খাতুন (১৮), পিতা. মো. আনারুল ইসলাম, মুসা (৯), পিতা. মো. আনারুল ইসলাম। মোছা. মারিয়াম (৫), পিতা আনারুল ইসলাম। আল-আমিন (২), পিতা আনারুল ইসলাম। সবার গ্রাম : কোদাল খাতা, পোস্ট : মোগলহাট, থানা : সদর, জেলা : লালমনিরহাট।
তারা ভারতের হারিয়ানা রাজ্যে বসবাসকালে মরিয়ম এবং আল-আমিন জন্মগ্রহণ করেন। উল্লিখিত নাগরিকদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কেকে/এএস