গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাজিব (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান রাজিব ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি বহুজাতিক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সাবেক ছাত্রদল নেতা রাজিব মোটরসাইকেলে রঙ্গিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের আদিব ডাইং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে পিকআপ রাজিবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর পড়ে যান। এ সময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক নাঈমসহ পিকআপ আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
কেকে/ এমএস