হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সড়াইল আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প থেকে হবিগঞ্জ জেলার অংশ বাদ দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাস্থ লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরাম’-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. শামসুল ইসলাম।
ঢাকাস্থ লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ-এর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন- ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মঈনুল।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহান, ঢাকাস্থ লাখাই উপজেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ চামড়াজাত প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক হাজি জানে আলম, ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সদস্য এইচ এম রানা ও কামরুজ্জামান কামরুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লাখাই তথা হবিগঞ্জবাসী যুগ যুগ ধরে অবহেলিত। এরমধ্যে এ প্রকল্প থেকেও আমাদের বাদ দেওয়ার পাঁয়তারা চলছে, যা চরম অবিচার। আমরা এ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির ডাক দিব।
কেকে/এআর