জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদিত হয়েছে।
বুধবার (২৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করা হয়।
বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দপ্তর হতে ইস্যুকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের আনুমোদন একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। জবি কর্তৃপক্ষকে এ দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতার জন্য এটি সম্ভব হয়েছে। শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণ এর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
এ বিষয়ে দ্বিতীয় ক্যাম্পাসের পরিচালক (বিশ্ববিদ্যালয় হতে নিযুক্ত) ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও এর মাধ্যমে লিখিতভাবে জানানো হবে। এখনো এ সম্পর্কে লিখিত ডকুমেন্ট দেয়নি তবে দ্রুত জানা যাবে।’
এ সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘সবার প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে।শিক্ষকগণসহ কর্মচারী কর্মকর্তারা এখানে অনেক ত্যাগ তিতীক্ষা করেছেন।আমরা সবাই মিলে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ।’
কেকে/ এমএস