নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ মে) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- একই এলাকার বায়োজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, সুনির্মিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলমাড়িয়া এলাকায় অভিযান চালায় সোনাবাহিনী। এসময় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ব্যবহৃত একটি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন ও ৭০টি সিম, ৪০ পিস ইয়াবা, গাঁজাসহ কন্ঠ পরিবর্তন করার ডিভাইস জব্দ করে তারা। এসময় ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করে থানায় হন্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নাটোরের বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে প্রবাসীদের অর্থ আত্মসাৎ করে আসছে একটি চক্র। বিলমাড়িয়া এলাকাটি ইমো হ্যাকারদের সদর দফতর বলেও পরিচিতি পেয়েছে।