নাটোরের লালপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে দুটি ট্রাক। এ সময় ওই দুই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে উপজেলার গোধরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধরা ব্রিজ এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক ও ভুট্টাবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ চারজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এএস