বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫,
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
শিরোনাম: আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার      দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন      দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান      জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে: তারেক রহমান      ঈদে সংবাদপত্রের ছুটি ৫ দিন      হাইকোর্টে তারেক রহমান-জুবাইদার সাজা বাতিল      সচিবালয়ে সংকট: প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সিদ্ধান্ত      
রাজধানী
চক্রান্তের শিকার ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১০:২৯ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঊর্ধ্বতনদের দুর্নীতির কারণে ফেঁসে যাচ্ছেন ব্যাংকের নিরপরাধ ব্যক্তিরাও। সম্প্রতি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমালসহ বেশ কয়েজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এতে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন নিরীহ নিরপরাধ ব্যাংক কর্মকর্তা। 

জানা গেছে, ২০২২ সালের মে-জুন মাসে এনআরবিসি ব্যাংকে পারভেজ তমাল চক্রের নানা অনিয়ম ও বহুমুখী দুর্নীতির মাধ্যমে ব্যাংক লুটপাটের অভিযোগের তদন্তে নেমে সত্যতা পায় বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিভিশন। ব্যাংকটির বিভিন্ন সেক্টরে অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান পারভেজ তমাল, আদনানসহ পরিচালনা পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। সেখানে বেশ কয়েকজন নিরাপরাধ ব্যাংক কর্মকর্তা ফেঁসে যান। এর মধ্যে একজন ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন। যিনি বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

সংশ্লিষ্টরা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুমেই অধিনস্ত কর্মীরা কাজ করে থাকেন। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা যা আদেশ দেন তাই তাদের করতে হয়। কোন কোন ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধেও বেআইনি কাজ করতে হয়। কোনো প্রকার সুযোগ-সুবিধা না থাকলেও চাকরির স্বার্থে তারা এসব এ কাজ করতে বাধ্য হন। কিন্তু যখন কোনো প্রকার সমস্যা হয়, তখন উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি নিরপরাধ লোকগুলো ফেঁসে যায়। পরে ঊর্ধ্বতনরা নানা কৌশলে পার পেয়ে গেলেও বিপাকে পড়েন নিরীহ কর্মচারীরা। তাই দুর্নীতি তদন্তকারিরা ঠিকভাবে যাছাই-বাছাই করলেই রাঘব বোয়ালেরা ধারা পড়বেন। রেহাই মিলবে নিরীহ কর্মকর্তাদের।

এনআরবিসি ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা বলেন, দেলোয়ার হোসেন ব্যাংকিং সেক্টরে একজন দক্ষ, সৎ ও সাদামাটা একজন কর্মকর্তা। তিনি ব্যাংকে থাকাকালীন সুনামের সাথে কাজ করেছেন। কর্ম সাফল্যের জন্য বহু পুরস্কার পেয়েছেন। 

জানা গেছে, দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৪ বছর বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে চাকরি করেছেন। সিটি ব্যাংক , মার্কেন্টাইল ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকে তার বর্নাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি ১৫ বছরের অধিককাল শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। তার ব্যবস্থাপনার প্রতিটি বছর ব্যাংক সফলতার জন্য বহু ক্রেস্ট, প্রশংসাপত্র পেয়েছে।  শিল্পখাতে ও বাংলাদেশের রপ্তানিতে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি শত শত নতুন উদ্যোক্তা সৃষ্টি করেছেন। রপ্তানিখাতে রেখেছেন বড় অবদান। এনআরবিসি ব্যাংকের একটি কুচক্রি মহলের চক্রান্তের শিকার তিনি।
 
বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন বলেন, কিছু অসাধু লোক বার বার মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছেন। তারা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দীর্ঘ ২০ বছর সিটি এবং মার্কেন্টাইল ব্যাংকে তিনি অনেক সাফল্য পুরস্কার অর্জন করেন। এনআরবিসি উত্তরা শাখায় ৭ বছর ম্যানেজারের দায়িত্ব পালন করা অবস্থায় ২৮ টি গার্মেন্টসের মাধ্যমে শুধু উত্তরা শাখায় ৮০% থেকে ৯০% রপ্তানি কার্য সম্পূর্ণ করেছেন বলেও জানান তিনি। এ জন্যও বহুবার পুরস্কৃতও  হয়েছেন। তার সময় উত্তরা শাখায় খেলাপি ঋণ ছিলো না বললেই চলে। এখন হিংসা এবং আক্রোশের বসত বারবার একটি চক্র তার পিছনে উঠে পড়ে লেগেছে অভিযোগ করে বলেন, এতে তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কারণ সৎতার সাথে কাজ করতে গিয়ে কিছু অসাধু পরিচালকের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কথা মতো কাজ করেননি। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  চক্রান্ত   ব্যাংক কর্মকর্তা   এনআরবিসি ব্যাংক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলকে নিয়ে কুবি প্রশাসনের র‍্যালি
শাদাব ঝড়ে বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান
নীলফামারীতে জেলা পরিষদের সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন

সর্বাধিক পঠিত

জয়পুরহাটে শহর ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ঈশ্বরগঞ্জে বাসের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭
বাঞ্ছারামপু‌রে সেতু দখল করে ব্যবসা, ১০ জন‌কে জরিমানা
বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close