সোনাগাজীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার পল্লবী চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন প্রমুখ।
এসময় সেনা সদস্য, শিক্ষক প্রতিনিধি, ব্যাবসায়ী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এজে