কুমিল্লা নগরীর ঢুলিপাড়া চৌমুহনী এলাকায় অবস্থিত নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে সোহেল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা। নিহতের স্বজনদের অভিযোগ, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষ সোহেলকে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। পরে তাকে আত্মহত্যার মতো করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের সন্দেহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে নিরাময় কেন্দ্রের ভেতরে চিকিৎসাধীন রোগীরা বিক্ষোভ শুরু করে এবং ভবনের বিভিন্ন অংশ ভাঙচুর করে। ওই সময় ঘটনাস্থলে থাকা কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে ঘটনাস্থল ত্যাগ করে।
এরপর একই ভবনের ওপরতলা থেকে আরেকজন রোগী এনামুল (২৭) লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহতের পরিবার দাবি করেছে, সোহেলকে হত্যার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে রোগীদের বিক্ষোভের কারণে কাজ করার সুযোগ পাইনি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
কেকে/এএম