বৃহস্পতিবার, ২২ মে ২০২৫,
৮ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
শিরোনাম: গণঅভ্যুত্থানের দশমাসেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা আসেনি: সাইফুল হক      স্কুল-কলেজে ফিরে এসেছে পুরনো শপথবাক্য      ‘২৮ মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না হলে জেলে যেতে হবে’      মবের চাপে প্রশাসন      এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা      ইশরাক হোসেনের মেয়র পদে শপথের আদেশ আগামীকাল      নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান      
গ্রামবাংলা
ঈদে পশু চুরি-ছিনতাই রোধে ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:০১ পিএম
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশু চুরি, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২১ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। এতে অংশ নেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা ভুমি কর্মকর্তা জনবার ইকবাল হোসাইন, জনপ্রতিনিধি, বিভিন্ন পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা ঈদকে কেন্দ্র করে গবাদিপশু পরিবহন, কেনাবেচা ও হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পশু চুরি, প্রতারণা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, একজন খামারি কৃষক তার সম্ভল হিসেবে গরু পালন করে থাকে, তাদের গরু যদি চুরি হয়ে যায় তাহলে তাদের সব কিছু শেষ হয়ে যায়। গরু যদি চুরি না হয় সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পশু চুরি রোধে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ টহলের ব্যবস্থা থাকবে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, আমাদের পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ নিয়ে পাহারাদার বৃদ্ধি করতে হবে, স্থানে স্থানে গিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, গ্রামে গ্রামে ইয়ং জেনারেশনদের এগিয়ে আসতে হবে।

এ ছাড়াও সভায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পশুর হাটে নজরদারি বাড়ানো এবং তথ্যভিত্তিক সহযোগিতার জন্য একটি হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা ঈদের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যমুনার সামনে ইশরাক
১০০ বিলিয়ন ডলারের আরএমজি লক্ষ্যে ঐক্য চায় সম্মিলিত পরিষদ
জুনে ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে রিজার্ভ
কাপাসিয়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
ঢাকাস্থ লাখাই উপজেলা উলামা পরিষদের আত্মপ্রকাশ

সর্বাধিক পঠিত

গজারিয়ায় অবৈধ বালুমহালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
চুয়াডাঙ্গা পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধারের এক মাস পর সাত সহকর্মীর নামে মামলা
বাঞ্ছারামপুরে নামে ৫০ শয্যা, কাজে ৩১ শয্যার সরকারি হাসপাতাল চলছে খুঁড়িয়ে
বাউফলের প্রধান শিক্ষক সোহেল মল্লিকের যত অপকর্ম
কালীগঞ্জে গ্রাম আদালতবিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close