ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিন ব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব’।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এতে ইসলামী বিশ্ববদ্যালয়সহ কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমূদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখা সভাপতি শোয়াইব আহাম্মেদসহ অন্যান্য শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেলা উপলক্ষ্যে বটতলায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও বর্ণবর কিউব প্রদর্শনী করা হয়। মেলায় মোট ৫৫ টি স্টল রয়েছে। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার ও প্রত্যেক অংশগ্রহনকারীর জন্য সার্টিফিকেট প্রদান করা হবে।
কেকে/ এমএস