মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রাম থেকে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি ষাঁড় চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষকের নাম আবু তাহের সরদার (৪০)। সে টেংগারচর ইউনিয়নের টেংগারচর মাহমুদপুর এলাকার মৃত তাজুল ইসলাম সরদারের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক আবু তাহের বলেন, সোমবার (১৯ মে) সন্ধ্যায় ষাঁড় দুটি গোয়ালে বেঁধে রেখেছিলাম। মঙ্গলবার (২০ মে) ভোরে দেখি গোয়াল খালি। রাতের কোনো একসময়ে ষাঁড় দুটি চুরি করা হয়েছে। ষাঁড় দুটির আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। আসন্ন ঈদুল আজহায় বিক্রির উদ্দেশ্যে ষাঁড় দুটি লালন-পালন করেছিলাম আমি। চুরির ঘটনায় আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, এরকম কোনো খবর আমার কাছে নেই আপনার কাছে প্রথম জানলাম। আমি পুলিশ পাঠাচ্ছি, বিস্তারিত পরে জানাবো।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সমগ্র গজারিয়া উপজেলায় সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতা বেড়েছে। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গরু, পানি উত্তোলনের মোটর, টিউবয়েলের মাথা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছে। গত শুক্রবার (১৬ মে) রাতেও উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে ৫টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে।
কেকে/এএস