বাগেরহাটে ম্যাপ (মাল্টি এক্টর প্ল্যাটফর্ম) সদস্যদের নিয়ে সমন্বিত অংশীদারত্বমূলক ব্যবস্থায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামোবিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) অ্যাওসেড এর বাস্তবায়নের কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় জার্মান দাতা সংস্থা বিএমজেড এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ম্যাপের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার শরণখোলা ও তালা উপজেলা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি, ক্ষয়-ক্ষতি এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের কথা বিবেচনা করে জলবায়ু অর্থায়ন এবং বীমা, জলবায়ু পরিবর্তন অভিযোজনে বিদ্যমান অনুশীলন এবং জলবায় প্রশমন উল্লেখ করে বিষয়ভিত্তিক আলোচনা করেন সভায় অংশগ্রহণকারী সদস্যরা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবার টুটুল, সাংবাদিক আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহম্মদে, নকীব সিরাজুল হক, অ্যাড. মেহেরুন নেছা, নারগিস আক্তার লুনা প্রমুখ।
কেকে/এএস